……..বাড়িতে আর তৃতীয় মানুষ নেই। আমি আর বৌদি। সম্পর্কে বড়ো হলেও আমার চেয়ে বয়সে মাত্র দু-তিন বছরের বড়ো ছিলেন। সেদিন একটা খড়কে-ডুরে শাড়ি পরেছেন। খয়েরি আর সাদা ডুরে শাড়ি। একটা খয়েরি রঙা ব্লাউজ। খয়েরি রঙা একগুচ্ছ ফুল খুঁজেছেন চুলে। গলায় একটি টোপাজ অথবা অ্যামেথিস্ট পাথরের মালা। চোখে কাজল, কপালে আমার দেওয়া টিপ। একটি লো-কাট ব্লাউজ পরেছেন। সেই ব্লাউজের মধ্যে দিয়ে তাঁর প্রস্ফুটিত দুটি স্তন উদবেল হয়ে উঠেছে। বৌদির দিকে তাকিয়ে আমার যুবনাশ্ব-র কবিতা মনে পড়ে গেল। সেই বিখ্যাত লাইন দুটি।
বল্লমুক্ত শুভ্র স্তনদয়
সহসা উদবেল হল শুভ্র বক্ষময়।
………তারপর ঘর থেকে চলে আসার সময় বৌদির স্তনসন্ধিতে আমি দীর্ঘক্ষণ ধরে একটি চুমু খেলাম। বৌদি আমাকে জড়িয়ে ধরলেন দু-হাতে। তারপর পাগলের মতো আমার ঠোঁটে চুমুর পর চুমু খেতে লাগলেন।…….