অন্তরাল – কৃষ্ণেন্দু মুখােপাধ্যায়

›› উপন্যাসের অংশ বিশেষ  

……..বাথরুমের ভিতর ঢুকে সশব্দে বন্ধ করে দিল দুজাটা। এক নিশ্বাসে কোমর থেকে নামিয়ে ফেলল স্কার্টটাকে। টপটাকে এক টানে খুলে ফেলল। অন্তর্বাসগুলাে গা থেকে খুলে ছুড়ে ফেলে দিয়ে সম্পূর্ণ নিরাভরণ হয়ে আয়নার সামনে মেলে ধরে শরীরটাকে ঘুরিয়ে-ফিরিয়ে দেখতে থাকল। না, হতেই পারে না। শরীরের যে নির্মেদ জটিল জ্যামিতিগুলাে দেখে নেশার ঘােরেও সেদিন নেশা ছুটে গিয়েছিল ছেলেটার, সেই রেখাগুলাে এক চুলও এদিক-ওদিক হয়নি। আস্তে আস্তে একটা আঙুল উঠিয়ে আনল স্তন বৃন্তের উপর। অন্য হাতটা তলপেটটার উপর চেপে চেপে হাত বােলাতে থাকল।……..

Leave a Reply