মেমোরি ম্যান – ডেভিড বালড্যাচি

›› অনুবাদ  


রূপান্তরঃ সায়েম সোলায়মান

…..পীনোন্নত একজোড়া স্তন? গভীর একটা স্তনভাঁজ? কাপড়ের শাসন মানতে না-চাওয়া একজোড়া স্তনের বোঁটা? আকর্ষণীয় একখানা পেলব নারীদেহ?
ওই মেয়েকে স্মৃতির পর্দায় বার বার দেখছে ডেকার। বার বার… এবং শেষপর্যন্ত ওর ডিভিআর এমন কিছু একটা দেখাল ওকে, যা দেখতে চাইছিল সে।…..
…..“হ্যাঁ…অনেকটা তোমার মতো। তবে তোমার মতো সাইনেসথেশিয়া ছিল না ওর। ইউটাহ্-এর এক গ্রামাঞ্চল থেকে এসেছিল সে। বয়স ষোলো হওয়ার পর ওকে একদিন গ্যাং-রেপ করা হয়। শুধু তা-ই না, ওই শয়তানগুলো সেদিন ওর পায়ুপথেও সেক্স করেছে।….
…..প্রশ্নটার জবাব দেয়ার প্রয়োজন বোধ করল না ডেকার, তাকাল ডক্টর মার্শালের দিকে। “ইন্সটিটিউটে থাকতে মাঝেমধ্যে দূর থেকে বেলিন্ডাকে দেখতাম আমি। দেখতাম ওর শরীরটা। দেখতাম কীভাবে কথা বল কীভাবে হাঁটত। সে যখন আমার সামনে দিয়ে হেঁটে যেত, নিতম্বের দুলুনির দিকে তাকিয়ে থাকতাম একদৃষ্টিতে। …..
….‘আমাদের দেশে ও-রকম শিক্ষা নিয়েই বড় হয় একটা ছেলে আর একটা মেয়ে। একটা মেয়ে যখন খাটো-স্কার্ট-পরিহিত-অবস্থায় কোনো গাড়ি থেকে নামে, কৌতূহলী কোনো দৃষ্টি থেকে নিজের যোনি লুকাতে কাজ করে, এবং তা করে স্বয়ংক্রিয়ভাবে। একদম ছোটবেলা থেকেই শিক্ষা দেয়া হয় তাদেরকে। ….
….‘ডেকার ঠিকই বলেছেন, এজেন্ট বোগার্ট,’ বলল জেমিসন। ‘খাটো স্কার্ট পরে থাকা অবস্থায় দুই উরুর মাঝখানটা হাত দিয়ে ঢাকা, আমাদের…মানে মেয়েদের মজ্জাগত অভ্যাস।’….
….‘এখনও বুঝতে পারছেন না?’ বলে উঠল জেমিসন। সাইযমোর ছিলেন একটা লুচ্চা। সেক্স করার ব্যাপারে কোনো বাছবিচার ছিল না তাঁর। ইন্সটিটিউটে মহিলা রোগী পাওয়ামাত্র তাদেরকে ফুসলানো শুরু করতেন তিনি, তারপর তারা কেউ রাজি হলে তার সঙ্গে বিছানায় যেতেন। তাঁর এই লাম্পট্য সহ্য করতে পারেনি বেলিন্ডা, নিজের হাতে উপযুক্ত শাস্তি দিতে চেয়েছে তাঁকে।’….
….‘খুনি হয়তো নারীত্ব ঘৃণা করে ভীষণ। তাই নারীত্বের যেসব চিহ্ন থাকতে পারে একজন মানুষের শরীরে, সেগুলো সহ্য করতে পারে না সে। কোনো মেয়ের মা হওয়া, বাচ্চা জন্ম দেয়া…এসবও হয়তো সহ্য করতে পারে না সে। আর তাই যে-পথে একটা বাচ্চা বেরিয়ে আসে কোনো মা’র গর্ভ থেকে, সে- পথটা ক্ষতবিক্ষত করে দিচ্ছে সে সুযোগ পেলেই। ও-রকম কাজ আগেও করতে দেখেছি আমি কয়েকজন সিরিয়াল কিলারকে। এবং তারা ওই কাজ করেছে, কারণ তাদের প্রত্যেকের মা তাদেরকে পরিত্যাগ করেছিল। মা’র স্নেহবঞ্চিত হয়ে মনোবিকৃতি ঘটে গিয়েছিল ওই সব খুনির, মাতৃত্বের উপরই ঘৃণা জন্মে গিয়েছিল তাদের।’….


Please follow and like us: