আগুনের অন্য দিক – অরিন্দম বসু

›› গল্পের অংশ বিশেষ  

‘বাচ্চুদা আমার বুকে হাত দিয়েছিল। হাউসকোটের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে আমার বুকদুটো এত জোরে
টিপে ধরেছিল……
শর্বরী অবাক হয়ে তার দিদির মুখের দিকে তাকিয়ে ছিল। তাকিয়ে থাকতে থাকতেই ঝপ করে বসে পড়ল খাটের এক পাশে। আসলে বসে পড়েনি। তার পা এত কাপছিল যে সে দাঁড়িয়ে থাকতে পারেনি।…..
…..তারপর বললেন, তোমার শরীর ভালো আছে বলছ? দেখি কেমন আছে— বলেই উনি আমার হাউসকোটের ভেতরে হাত ঢুকিয়ে আমার বুক চেপে ধরে….।….
…..শর্বরী বলল, “তুমি হাউসকোটের নীচে ব্রা পরোনি?
সর্বাণী মাথা নাড়তেই শর্বরী আবার চেঁচিয়ে উঠল, ‘ব্রা পরে থাকো না কেন তুমি? কেন তুমি এই অবস্থায় থাকো? কেন? হোয়াই ?”
অবাক মুখে তাকিয়ে সর্বাণী বলল, ‘আমি তো কোথাও বেরোই না। বাড়িতে তো এরকমই থাকি। পরলে মনে হয় দমবন্ধ হয়ে আসছে। কীরকম হাঁসফাঁস লাগে। কেউ এলে তো আগেই পরে নিই।’…..

Please follow and like us: