পথিক – সমরেশ বসু

›› উপন্যাসের অংশ বিশেষ  

…..সুমিতা তখন পাউডার পাফে পাউডার লাগিয়ে ব্লাউজের ভিতরে লাগাচ্ছিল । সরলের দিকে ফিরে বলেছিল, ‘তা একটু লিখলে ক্ষতি কি…..সুমিতার ভিতরে ব্রেসিয়ার ছিল না। ব্লাউজের বোতাম দুটো খোলা ছিল। সরল সেদিকে তাকিয়ে ওর কথা শুনছিল । সুমিতা তখনো বলছিল, ‘বাপ্‌পার একটা সম্মানের ব্যাপারও আছে, মানে ওকে আমি ( আবার পাউডার নিয়ে, সরলের দিকে ফিরে পাফটা ব্লাউজের মধ্যে ঢুকিয়ে বগলের কাছে নিয়ে গিয়েছিল। ) ইস্কুলে সকলের সামনে ছোট করতে চাই না।’

সরল বলেছিল, ‘এ ঘরে আর কে আছে, তুমি জামাটা খুলেই পাউডার মাখতে পারো।’

সুমিতা পাফটা পাউডারের কেসে বুলিয়ে নিয়ে একই ভাবে আর এক বগলে বোলাবার সময় বলেছিল, ‘তাহলে তুমি নিজেই মাখিয়ে দিতে পারতে, না ?’

সুমিতা সরলের দিকে পাশ ফিরেছিল। আঁচলটা অন্য পাশে হুড়ানো, ওর ব্রেসিয়ার-না-পরা জানার ফাঁকে প্রায়-নিটোল বড় বুকের অনেকখানি দেখা যাচ্ছিল, গায়ের ওপর চুলের গোছা।…..

Please follow and like us: