খুব চেষ্টা করেছিল সেলিম – অমিতাভ দাশগুপ্ত

›› গল্পের অংশ বিশেষ  

…….একটা ছোট্ট কুঠরিতে সুতপার ভেতরে যখন গরম ডিমসেদ্ধ পুরে দিচ্ছিল গদাই নিয়োগী, মেয়েটি টু শব্দ পর্যন্ত করেনি। তার হাত চারেক দূরে দাঁড়িয়ে মলিনা, গদাইয়ের নির্যাতনের জনা অপেক্ষারতা, সব দেখছিল এবং দেখতে দেখতে অন্ধ হয়ে যাচ্ছিল। আর বানটির কথা মনে পড়ছিল মলিনার। বানটি তার প্রেমিক। তখন বাড়িতে ঘনঘন আই বি-র লোক আসছে। সে-কথা জানার পর রাগী গলায় বানটি বলেছিল— তোকে পই পই করে বারণ করেছি, চারুদার পার্টি করিস না, করিস না। তা শুনলি তুই? আমার আর কি? তিন হপ্তা বাদে বাইরে চলে যাচ্ছি। ফিরতে ফিরতে কমসেকম দু-বছর। তদ্দিন বেঁচেবর্তে থাকবি তো তুই? বলেই বানটি যেন জন্মে আর চান্স পাবে না, এভাবে মলিনার দু-স্তনে দাঁত ও শ্রোণীতে দশনখ বসাতে বসাতে একসময় তার ভিত উপড়ে ফেলেছিল। সেই মলিনা, বানটির পই পই বারণ না শুনে চারুদার পার্টি করা-মলিনা লিটারালি অন্ধ হয়ে যাচ্ছিল। কারণ উদোম সুতপার ভেতরে গদাই নিয়োগীর ওই গরম ডিম পুরে দেওয়ার ব্যাপারটা দেখে অন্ধ না হয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব ছিল।
বানটির আর সব ভাল। কিন্তু যাকে বলে – কাম, সেই রিপুতাড়না বড্ড বেশি। ফ্ল্যাটে আশাতীতভাবে ফাঁকা পেয়ে গেলেই মলিনাকে আশিরনখর চেটেপুটে খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। মাঝে মাঝে অসম্ভব কষ্ট হয়. ব্যথায় নীল হয়ে ডুকরে ওঠে। একদিন আর সইতে না পেরে বুনো কুকুরের মত সঙ্গমরত বানটির বুকে জোড়া পায়ে লাথি বসাতেই হয়েছিল মলিনাকে। কিন্তু নির্যাতনের যাবতীয় বি-ফিফটি টু ও নাপাম নিয়ে সুপার ওপর হানাদার গদাই নিয়োগীর অ্যাডভান্সের কাছে বানটির পরাক্রম নিছক আপসে কাজিয়া বলে মনে হয়ে গিয়েছিল মলিনার। এবং তখনই একজন কনস্টেবল সাঁড়াশিতে গরম জলের বানটিতে ফুটন্ত তিনটি নতুন ডিম সমেত কুঠরিতে ঢুকে পড়েছিল। যদিও গদাইয়ের তখনও সুতপা চ্যাপ্টার পুরোপুরি শেষ হয়নি। ……

Please follow and like us: