গেরুয়া সকালের হিন্দুবাদী জামাইষষ্ঠীর সাথে
উগ্রবাদী রাণীর সনেটও লিখে রাখা উচিৎ ছিল?-
তোমার আর কী কী করা উচিৎ ছিল বল তো!
প্লাক করা ভুরুর মত নদী বয়ে যাচ্ছে
বিপদসীমা ছাড়িয়ে যাওয়া গ্রামের পাঁজর দিয়ে
অঞ্জনা নদী মরে পড়ে আছে-
ছলছল…. ছলাৎছল…….
“…….. কাট্ ইট্ ……..!!”
এই তো
লুম্পেনরা বানাচ্ছে
পিওর ক্ল্যাসিক ফিল্ম, নাটক-
“……. এবং নায়িকা এসে
প্যান্টি ও ব্রা আর আইটেম-সং খুলে রেখে
লালপেড়ে নৌকো ক’রে নন্দিনী দামিনী সেজে
আইশ্যাডো ভেসে যাচ্ছে
তোমার ‘না-হয়ে-ওঠা’ রঞ্জনের যৌন করতলে……..”
মদ্যপ দলে দলে
দুমড়ে মুচড়ে দিয়ে
কখনও বা হাত, কখনও বা ক্ষুরধার দাড়ি
জিভ নয়
যোনি দিয়ে গান গাইছে রেপিস্ট ও সন্ত্রাসবাদী!!
“…….. হৃদয় আজি মোর কেমনে গেল খুলি
জগৎ আসি সেথা করিছে কোলাকুলি ………….”—
মহাজগৎ ধনে প্রাণে ইজ্জত লুটে নিচ্ছে তোমার-
সন্ন্যাসীর আশাতীত চোখ নিয়ে তবুও তাকিয়ে আছ?
“রবীন্দ্রনাথ-অটোম্যাটিক-ক্যাপিটাল”-এর অলৌকিক কর্ণধার!-
আজি এই মহারণভূমে
তোমার প্রফিট তুলছে ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি-
হায়!
ভাগ্যিস জন্মেছিলে তুমি!-
কী অবাস্তব জন্ম তোমার………..