ভূমধ্যসাগরের তীরে – তসলিমা নাসরিন

›› প্রবন্ধর অংশ বিশেষ  

……জলে ভাসা পদ্ম আমার, ভালো আছিস

ভেনিস?

লোকে তোর রূপ দেখে আর আমি দেখি দীর্ঘশ্বাস

ঘোলা জলে সাঁতার কাটিস

পালক-খসা বুড়ি হাঁস ।

মাঝ রাতে কার কান্না শুনে জেগে, দেখি তুই,

জলের খাঁচায় আটকে পড়া রুপোলি মাছ ! কেউ বোঝে কি? কেউ করে না আঁচ।

যুবতীদের স্তন দেখতে সকলেরই আনন্দ হয়

কজন জানে তার তলে কী ক্ষয়!

তোর শরীরে ভাসবে সবার গ্রীষ্মসুখের ভেলা-

ওসব ভেবে কী হবে আর, ভালো থাকিস

ভেনিস।

ইচ্ছে হলে খেলিস

আমার সঙ্গে বাকি জীবন কষ্ট-মোচন খেলা।…..

Please follow and like us: