লাইসেন্স – সাদত হাসান মান্টো

›› অনুবাদ  ›› গল্পের অংশ বিশেষ  

….একদিন দুপুরে অবব্বু এক গাছের ছায়ায় তার ঘোড়াকে বেঁধে টাঙ্গাৱ ওপর বসে একটু ঝিমুচ্ছিল, এমন সময় একটি শব্দ তার কানের কাছে গুনগুন করে উঠল। অবব্বু চোখ মেলে তাকাল । দেখল একজন মহিলা টাঙ্গার পাশে দাড়িয়ে আছে। অবব্বু এক ঝলক তাকে দেখে নিল । সেই মহিলার উচ্চারিত যৌবন তার হৃদয়কে এফোঁড় ওফোঁড় করে দিল । সে মহিলা ছিল না, ছিল ষোল সতেরো বৎসরের তরুণী। ছিপছিপে কিন্তু সুগঠন। উজ্জ্বল শ্যামবর্ণ । কানে রূপোর ছোট ছোট দুল । সোজা সিথি। তীক্ষ্ণ নাক ৷ আর নাকের ডগায় উজ্জ্বল তিল । পরনে লম্বা কামিজ আর নীল রঙের গারারা । মাথায় ওড়না…..

….মেয়েটি সন্ত্রস্ত হয়ে তার দুটি সুডৌল বুকের ওপর রেখে যতট কু সম্ভব ঢাকার চেষ্টা করল । “ তুমি কেমন ধরনের কথা বল ?”….

Please follow and like us: