কট – হারল্যান কোবেন

›› অনুবাদ  

অনুবাদঃ তানজীম রহমান

…..“তাে মেয়েটা পিটকে পটানাের জন্যে দেখা গেলাে একদম এক পায়ে খাড়া। শার্টের বােতাম টোতাম খুলে, বুক দেখিয়ে একদম বিশি অবস্থা। পিটও গলে গেলাে। মেয়েটাকে রাতে নিজের বাসায় নিয়ে এলাে ও। বুঝতেই পারছাে কিসের জন্য।”….

…..কথা বলেছিলাে ওর সাথে, আর এ ব্যাপারটা ওয়েন্ডির ভালাে লেগেছে। ও বলেছিলাে ও ওয়েন্ডির সাথে শুতে চায়। এক রাতের জন্য। কোনাে প্রেম, ভালােবাসা, দরদের অভিনয় ওরা করবে না। প্রথমে ওয়েন্ডি অবাক হয়েছে, কিন্তু পরে ভাবলাে, ক্ষতি কি? এর আগে ও কখনও এমন করে নি। ও আধুনিক যুগের স্বাধীনচেতা মেয়ে। আর উইন প্রচন্ড হ্যান্ডসাম, স্মার্ট একটা ছেলে। পপস তাে বলেছেই, মানুষের সেক্স দরকার । ওরা দু’জন উইনের বাসায় চলে যায় একসাথে। রাতটা ও উপভােগই করেছে ।…..

….পপস তার পাশে দাঁড়ানাে মাতাল, আকর্ষনীয় চেহারার একটা মেয়ের দিকে চোখ দিয়ে ইশারা করলাে। মেয়েটার শার্টের উপরের তিনটা বােতাম খােলা। ফর্সা স্তনের অনেকখানি দেখা যাচ্ছে।…

….ওয়েন্ডি চেয়ারে সােজা হয়ে বসে ওদের দিকে নিজের বুক এগিয়ে দিলাে। “এগুলাে সার্জারি করা নয়। চাইলে টিপে দেখতে পারেন।”….

Please follow and like us:

Leave a Reply