৭ শিহরণ – দেবারতি মুখােপাধ্যায়

›› গল্পের অংশ বিশেষ  

ভােজ

………ওই তাে একটা মহিলাকে নিয়ে আসা হচ্ছে। মাকুরি আগেই বলেছিল, জেসুমি মহিলারাও পুরুষদের মতাে শুধু নিম্নাঙ্গে পাতা জড়িয়ে রাখে। দুর থেকে মহিলার বয়স খুব ভালােমতাে বােঝা না গেলেও নেশার ভারে সে যে সম্পূর্ণ মদমত্ত, তার মাথার লম্বা লম্বা চুলগুলাে যে তার ভয়ানক গতিতে মাথা দোলানাের সাথে সাথে দুলছে, তা বুঝতে পারছিলাম। 

সহজাত কারণেই চোখ চলে গেল তার উন্মুক্ত স্তনের দিকে, সে’দুটো মাংসল পিণ্ড চুলের মতােই বেপরােয়াভাবে এদিক ওদিক দুলছে, আমি অনুভব করলাম একজন পুরুষ হয়েও এই দৃশ্য দেখে উত্তেজিত হওয়া তাে দূর, আতঙ্কে বিবমিষায় আমার মাথা ঝিমঝিম করছিল।

মহিলাটির মুখে কিছু তরল ঢালা হচ্ছে এবার, সেই তরল চুইয়ে চুইয়ে তার চোখ, নাক, ঠোঁট পেরিয়ে স্তন, নাভিদেশ হয়ে নামছে।……

Leave a Reply