সব ফুল কিনে নাও – অতীন বন্দ্যোপাধ্যায়

›› উপন্যাসের অংশ বিশেষ  

…..যখন হবে তখন দেখা যাবে। বলেই ইরা উঠে দাঁড়াল। ইরা খুব সুন্দর করে শাড়ি পরতে জানে। ভারি অহমিকায় সে নাভির নিচে শাড়ি পরে কাছে এলে টিপুর যে কি হয়ে যায়। মাথার ভিতর তখন।….

…..ইরা বাথরুমে তখন গুন গুন করে গান গাইছে। সে সাওয়ারের জল ছেড়ে নিয়ন আলাে জ্বালিয়ে পরীর মতাে দাড়িয়ে আছে। জল পড়ছে। মাথায় মুখে স্তনে, জংঘায় এবং পায়ের মসৃণ ত্বক বেয়েও জল নেমে যাচ্ছে।…..জল পড়ছে। ইরা ভাবছে। কত ভাবনা যে মাথায় আসে। সে সুন্দর করে সাবান মাখে গায়ে। নরম চুলে শ্যাম্পু। রাস্তার ধুলাে বালিতে চুল ময়লা হয়ে গেছে। সাবানের ফেনার ভিতর ইরা চুপচাপ জলের ফোটা শুনতে ভালবাসে। অথবা বেতের মােড়াতে বসে সে তার পুষ্ট বাহুতে, পুষ্ট নাভির চারপাশে ঠাণ্ডা জল রেখে এক খেলা, অনবরত এক খেলা যেন টিপুকে এই নিয়ে এই সাওয়ারের নিচে খেলছে।…..

Please follow and like us:

Leave a Reply