ওয়াইকিকি – বুদ্ধদেব গুহ

›› উপন্যাসের অংশ বিশেষ  

………রাজাকে দেখে আকাহিরও বড় ভাল লেগেছিল। আর রাজা তাে সেই সুন্দরীকে দেখা মাত্রই কামাতুর হয়ে উঠেছিলেন। সেই ঝনারই ধারে পাখির ডাকের মধ্যে ফুলের গন্ধের মধ্যে রাজা লিওলা আকাহির সঙ্গে মিলিত হয়ে নিজের অশান্ত কামজ্বরতপ্ত শরীরকে শান্ত করলেন। পূর্ণ মিলনের পর লিওলা আকাহিকে বললেন যে, তার গর্ভে রাজার সন্তান আসতে পারে।……

……..পুরুতমশাই বললেন যে, আগে এদের পরীক্ষা করতে হবে। এমনই এক পরীক্ষা করবেন তিনি, তাতে ওরা মানুষ যদি হয় তাে হাতে-নাতে ধরা পড়বে মানুষ বলে! ভগবান হলে তাও বােঝা যাবে। পরীক্ষাটা কী ?

-মেয়েছেলে ।

পুরুতমশাই বললেন, নবাগন্তুকদের মেয়েছেলে সেধে দিয়ে দেখা যাক ওরা তাদের নিয়ে কী করে। যদি মেয়েদের নিয়ে আমরা যা করি তাই-ই করে তবে যে ব্যাটারা মানুষ এ-সম্বন্ধে কোনও সন্দেহই থাকবে না।

পরীক্ষা নেওয়া হল। প্রায় নয় ঝাঁক ঝাঁক পরম ইচ্ছুক ও উৎসুক নরম ফুলের মতাে যুবতী মেয়েরা সাঁতরে এসে জাহাজের দড়ি ধরে জাহাজে উঠে আসতে লাগল। এবং বলা বাহুল্য আগন্তুক ইংরেজরা সেই ভগবান হওয়ার পরীক্ষায় মর্মান্তিকভাবে ফেল করল।………

…………লারা খাটে এসে আমার কোমরের পাশে বসল। ওর কাঁধ সমান নেমে আসা সুন্দর ঢেউ খেলানাে চুল, তীক্ষ্ণ নাক, ভরন্ত ঠোঁট, গােল্ডেন গ্লোভারের মতাে নরম সােনালি-বাদামি বুকের আভাসে মনে হচ্ছিল ঠাকুরমার ঝুলির মতাে আমি কোনও মন্ত্রপূত রাজপুত্র হয়ে জলের তলায় কোনও পরম রূপসী রাজকন্যার শােওয়ার ঘরে চলে এসেছি।

জীবনে যে স্বপ্ন সত্যি হয় রূপকথার নরম পাখিও বাস্তবে এসে ডানা ঝাপটায় তা আমার জানা ছিল না।

আমার কনিয়াকটা শেষ হতেই লারা নিজেরটাও শেষ করে দৌড়ে এসে আমার চাদরের তলায় ঢুকে গেল। তারপর কী করে যে আদরে সােহাগে খেলায় অভিমানে, ক্লান্তিতে, আধােঘুমে আবারও খেলায় সারা রাত কেটে গেল তা আমি জানি না।……….

Please follow and like us:

Leave a Reply