সীতায়ন – মল্লিকা সেনগুপ্ত

›› উপন্যাসের অংশ বিশেষ  

……….বৈদেহীর পরনে পলাশবর্ণ অধােবাস, তার স্বর্ণখচিত পাড় সকালের আলােয় স্নিগ্ধ দেখাচ্ছে, বৈদেহী নৌকোর ওপর রেশমি আসন পেতে ঈষৎ এলিয়ে বসে আছেন, তাঁর কনুইয়ের ভর রাখার জন্য ছােট্ট একটি কুশন আছে। ঘৃতের মতাে স্বচ্ছ ও কোমল তার ত্বক, ত্রিশাের্ধ শরীরের গড়নটি বীণার মতাে লাবণ্যময়, পীনদ্ধ বর্তুল স্তনদুটি ওই একই পলাশবর্ণ কঞ্চুলিতে ঢাকা আছে, স্বচ্ছ এক সবুজ উত্তরীয় যেন হেলাভরে কাঁধের ওপর ফেলা। ঈষৎ স্ফীত তলপেট দেখলে বােধ হয় তিনি পঞ্চম মাসের গর্ভবতী। শরীরে অলঙ্কারের বাহুল্য নেই। নিষ্কলুষ প্রকৃতির দিকে উদ্ভাসিত হয়ে চেয়ে থাকা তাঁর মুখটিতে সারল্য, বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের অপূর্ব সমাহার।………..

Please follow and like us:

Leave a Reply