অন্য জীবনের স্বাদ – সুনীল গঙ্গোপাধ্যায়

›› উপন্যাসের অংশ বিশেষ  

…….ঝিঙের তরকারি দিয়ে খেতে খেতে শান্তার দিকে তাকিয়ে সে হঠাৎ খেয়াল করল, বেশ রােগা হয়ে গেছে তার বউটা। কণ্ঠার হাড় বেরিয়ে পড়েছে, খানিকটা যেন চুপসে গেছে স্তনদুটি।…..

Please follow and like us:

Leave a Reply