গাছের আগাতে বসি গোপাল দেখিল
শীর্ন তনু গুরু নীতম্ব রাধে আসিল
বারেক চাহিয়া রাধে কাপড় থুইল
সর্বনাশের ষোল কলার বীজ বপিল
ইতিউতি চাইয়া রাধে জলে নামিল
গোপাল মুগ্ধ হয়ে দেখিতে লাগিল
জল কেলী করে রাধে আপন মনেতে
গোপাল মনের সুখে পায় যে দেখিতে
গোপালের ভীমরতি হঠাৎ জাগিল
রাধের কাপড় খানা গাছেতে তূলিল
স্নান শেষে রাধে দেখে কাপড় যে নাই
ভেজা তনুতে রাধে লজ্জা যে পায়
হেলিয়া দুলিয়া রাধে কলস তুলিল
গুরু নীতম্বে যেন ঢেউ জাগিল
গোপাল না পারে গাছে আর থাকিতে
বাশীতে সুর তুলে ভুবন মোহিতে
রাধে সুর শোনা মাত্র থমকিয়া যায়
ইতিউতি তাকায়া গোপাল দর্শন পায়
মন মোহিনী বাশিতে গোপাল মশগুল
রাধে কামাতুরা হইয়া করিল যে ভুল
ভেজা অঙ্গের স্পর্শ পেয়ে গোপালের ঘোর কাটে
বক্ষ মাঝে রাধে ধন আর নাই কিছু ঘাটে
দুই দেহ এক হয় পরানে পরান
রাধে কৃষ্ণের জয় হোক বলে যে পুণ্যবান।।
ছবি : নেট
সূত্রঃ মুক্তচিন্তা বল্গ