মধ্যরাতের মানুষ – সুনীল গঙ্গোপাধ্যায়

›› উপন্যাসের অংশ বিশেষ  

………কুসমী এখন সাবান মেখে স্নান করে। দীপা বৌদিকে দেখে সে সপ্তাহে একদিন মাথা ঘষতে শিখেছে, সেই দিনটি তার চুল ফুলে ফেঁপে সমস্ত পিঠ ছড়িয়ে থাকে। জার্মান মেমসাহেবের লো-কাট ব্লাউজ পরার ফলে তার বাতাবী লেবুর মতন স্তন অনেক খানি দেখা যায়। বাবলুর মাস্টারমশাই এখন ঘন ঘন তাকায় কুসমীর দিকে। এমন কি একদিন স্বয়ং ডাক্তার বাবু উপলব্ধি করলেন যে এই কিছুক্ষণ তিনি অন্যমনস্ক ভাবে ছুরি দিয়ে কাটা মাখনের মতন কুসমীর মসৃণ কোমরের দিকে চেয়ে ছিলেন। আরে ছি ছি।………

Leave a Reply