সে এক বিপন্ন বিস্ময় – জাকির তালুকদার

›› গল্পের অংশ বিশেষ  

…….তখনাে, আসব আসব করলেও, আমাদের ঘরে ঘরে ডিশ অ্যান্টেনা আসেনি। মুম্বাই-নায়িকাদের উরু-ভুরু-শরীর দেখিয়ে প্রতিরাতে তখনও বাংলাদেশ থেকে হাজার হাজার ডলার কামিয়ে নিতে শুরু করেনি ভারতের স্যাটেলাইট চ্যানেলগুলাে। আবার এইসব নায়িকাদের দেখে দেখে সেইসব ডিজাইনের জামা-কাপড় বানাতে শেখেনি আমাদের শহরের মেয়েরা। তখনও আমাদের মেয়েদের কামিজগুলাের বুকে-পিঠে এতটা উদোম জায়গা থাকত না, বুকের কাছে এতটা টাইট থাকত না তাদের জামা, নিতম্বের ঠিক ফুলে ওঠা জায়গাতে এসে শেষ হয়ে যেত না জামার ঝুলি, কামিজের দুই পাশের ফাড়া এতটা উচু হয়ে কোমরের পুরাে ভাজ প্রদর্শন করতে পারত না। এমনকি এত বােরখাও মেয়েরা তখনও পরতে শুরু করেনি। বােরখার মডেল যে এত কামােত্তেজক হতে পারে, যুবতী-শরীরের বাকগুলােকে ঢেকে রাখার বদলে এতটা প্রকট করে তুলতে পারে, এমন চিন্তা মাথাতেই আসেনি বাংলাদেশী কোনও ডিজাইনারের।………….

Leave a Reply