….একদিন দুপুরে অবব্বু এক গাছের ছায়ায় তার ঘোড়াকে বেঁধে টাঙ্গাৱ ওপর বসে একটু ঝিমুচ্ছিল, এমন সময় একটি শব্দ তার কানের কাছে গুনগুন করে উঠল। অবব্বু চোখ মেলে তাকাল । দেখল একজন মহিলা টাঙ্গার পাশে দাড়িয়ে আছে। অবব্বু এক ঝলক তাকে দেখে নিল । সেই মহিলার উচ্চারিত যৌবন তার হৃদয়কে এফোঁড় ওফোঁড় করে দিল । সে মহিলা ছিল না, ছিল ষোল সতেরো বৎসরের তরুণী। ছিপছিপে কিন্তু সুগঠন। উজ্জ্বল শ্যামবর্ণ । কানে রূপোর ছোট ছোট দুল । সোজা সিথি। তীক্ষ্ণ নাক ৷ আর নাকের ডগায় উজ্জ্বল তিল । পরনে লম্বা কামিজ আর নীল রঙের গারারা । মাথায় ওড়না…..
….মেয়েটি সন্ত্রস্ত হয়ে তার দুটি সুডৌল বুকের ওপর রেখে যতট কু সম্ভব ঢাকার চেষ্টা করল । “ তুমি কেমন ধরনের কথা বল ?”….