এটা একটি কাল্পনিক কাহিনী। এই কাহিনী এক রাজনৈতিকের নাম দিবাকর, তার স্ত্রী ও তার মেয়ে অপর্ণার। অপর্ণার স্বপ্ন নিজের পিতার মত ওও রাজনীতিতে আসে। অপর্ণা নিজের রাজনৈতিক ক্যারিয়ার ২ বছর আগেই শুরু করেছে যখন ও কলেজের প্রথম বর্ষে ভর্তি হয়। আর বাপের প্রভাবে এক পার্টি থেকে টিকিটও মিলে যায়। তারপর শুরু হয় ওর রাজনীতিতে উত্থান। রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সে যা যা দরকার তা সবই করেছে। এমনকি নিজের যৌবনকেও ওর প্রতিষ্ঠার জন্য ব্যবহার করতে কুন্ঠাবোধ করেনি। রাজনীতি, হিংসা, প্রতিহিংসা, ষড়যন্ত্র, টুইষ্ট আর ব্যভিচারের এক জমজমাট কাহিনী।