……….রাইয়ের সঙ্গে রাইয়ের এক ফার্স্ট কাজিন শ্রীও যাচ্ছে। লােরেটো হাউসে পড়ে। হাঁটুতে চামড়ার তালি লাগানাে জিনস্। গায়ে একটা হলুদ গেঞ্জি। দুই স্তনের কাছে লাল অক্ষরে লেখা, বুবস, বী কেয়ারফুল বেইবী।……
……..রাইকে আমার এই জন্যে ভাল লাগে। আলট্রা মডার্ন হয়েও ও ওর বেঙ্গলিনেসটা কেয়ারফুলি প্রিসার্ভ করেছে। মাঝে মাঝেই শাড়ি পরে। আজ লাে-কার্টের অফ হােয়াইট ব্লাউজ। দুটি হলুদ স্ল্যাজেঞ্জার টেনিস বলের মতাে তার পাখসাট আঁকসাট স্তন দুটির আভাস দেখা যাচ্ছে। কী মসৃণ ; নম্রতাময় শক্ত ; কী আঁখিলােভা! শান্ত শ্বেতা পাখির মতাে সুন্দর পায়ের পাতা ঘিরে কালাে নরম লেদারের চটি ফলস লাগানাে হালকা লাল শাড়ির কালাে পাড় লুটিয়ে পড়েছে। রূপপার পায়জোর ঘিরে রয়েছে পায়ের গােড়ালি ।……..
………ক্ষুধাতুর বাচ্চারা কাঁদছিল। মায়ের শুকনাে রুক্ষ শুষ্ক স্তন নিয়ে পথের কুকুরের বাচ্চাদের মতাে কামড়াকামড়ি করছিল। আমি রাই এবং শ্রীর বুকের দিকে তাকালাম। এয়ারকন্ডিশানড মিষ্টি মিষ্টি ঠাণ্ডা নীল কাঁচ-ঢাকা জানালার বুক ওদের। আর প্লাটফর্মের মেয়েটির বুক ?……..
……..যার যেমন যােগ্যতা। ওই মেয়েটির স্বামী বি-সি-ডি শেখেনি, গরিবের ঘরে জন্মেছিল। আমার মতাে ইংরেজি বলতে পারে না, লিখতে পারে না, এমনকী নিজেকে নিয়ে নিজের অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে ভাববে এমন অবকাশ ও মেধাও ওর নেই। ওর বৌ প্লাটফর্মে বসে থুঃ থুঃ করে তামাক পাতা চিবিয়ে ফেলবে আর ওর বাচ্চারা তার স্তন কামড়াকামড়ি তাে করবেই।……..
……..শ্রী হাতে হ্যান্ড-লােশান মাখছিল শােবার আগে। রাই চুল আঁচড়াচ্ছিল। ওকে হালকা নীল রঙা নাইটিতে হাত উঁচু করে চুল আঁচড়াতে দেখে আমার হঠাৎ ঝড় উঠল শরীরের ভিতর। রাই আমার। আমারই একার।……….