বিটি রোডের ধারে – সমরেশ বসু

›› উপন্যাসের অংশ বিশেষ  

……….ফুলকির ঘুমন্ত গলা সতেজ হয়ে উঠল, মাইরি! তার উঠে বসার শব্দ শােনা গেল কাপড়ের খস খস ও চুড়ির বাজনায়। গগাবিন্দ কৌতুহল না চাপতে পেরে একটা ছােট্ট ফুটো দিয়ে উকি মেরে দেখল।•••অধধা অন্ধকার ঘরটাতে আগুনের নীল শিখার মত শ্যামা ফুলকি, ঘুমের জড়তা নিয়েও একখণ্ড ইস্পাতের মত জ্বল জ্বল করছে। শক্ত পুষ্ট বন্য ঢেউ তােলা শরীর। বিস্রস্ত বেশবাস। জামার বােতাম খুলে গিয়ে বুকের বঙ্কিম রেখা উকি মেরে আছে।…….

……ছেলেটার মা এক মধ্যবয়সী মেয়েমানুষ, আরও দুটো বাচ্চাকে নিয়ে বেসামাল হয়ে পড়েছে।•••এখানে এ খােলার চালায় অন্ধযুগের আদিম মায়ের মত মেয়েমানুষটির পােশাকের কোন বালাই নেই। একটিমাত্র নেংটি পরনে, বাদবাকি সমস্তটাই খােলা। তার নড়ার তালে তালে নত বুক দুলছে কিন্তু কোন অস্বস্তি নেই।……

Leave a Reply