বসন্ততৃষ্ণা – সৈয়দ মুস্তাফা সিরাজ

›› উপন্যাসের অংশ বিশেষ  

………তারপর মাথা তুলে দেখল বুকের অদ্ধেকটা উদোম হয়ে আছে হরিমতীর। বুকটা ছুয়ে বেন্দার বুকে হাতুড়ি পড়তে থাকলু। সে একটু চাপ দিল। তবু জাগল না হরিমতী। হরিমতী তার কে? সাহস করে বেন্দ। হরিমতীকে কাছে টানতে লাগল ।…..

……বাঁকার মন তার শরীরের দিকে। বুকে নাক গুজে বলল, সাবুন মেখেছ নাকি? সুন্দর গন্ধটা তাে । মাথাটা ঠেলে সরিয়ে দিয়ে ভানুমতী….

……..নিয়মিত দুমুঠো খাদ্য জোটার দরুন হরিমতীর গায়ে মাংস লেগেছে। গাল ফুলে চেকন হয়েছে। পাঁজরের হাড় ঢেকেছে এবং স্তন দুটিও পূর্ণ যুবতীর মতাে আবার ডাগর হয়েছে…….

…….হরিমতীর বুকের ওপর মুখ গুজে থাকতে থাকতে বেলার ঘুম আসছিল। হরিমতী তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল।…….

Leave a Reply