……রাজপুত্রের পরেই যজ্ঞবেদি থেকে উঠে এলেন এক কন্যা। তার গায়ের রং কালাে বটে, তবে অসামান্য সুন্দরী, কুঞ্চিত কেশ পাশ আর ‘তা-তুঙ্গনখী সুশ্চারুপীন-পয়ােধরা। তখনও দৈববাণী হল— এই সুন্দরীতমা রমণী বহু ক্ষত্রিয়ের ধ্বংসের কারণ হবে এবং এর জন্যই কৌরব-কুলের ভয় নেমে আসবে- অস্যাঃ হেতােঃ কৌরবাণাং মহদুৎপদ্যতে ভয়।…..