….. ডানদিকে এবার নদীটাকে দেখা যাচ্ছে।
হঠাৎই চোখে পড়ল দুটি মেয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে চান করছে। গেরুয়া বালি, সাদা জল, উপরে নীল আকাশ, বিদায়ী সূর্যের কমলা আভা পড়েছে জলের উপরে, ওদের গায়ের উপরে। একজন পিছন ফিরে আছে পূৰ্ণর দিকে। সরু কোমর, সুন্দর দুটি পা ; সুডৌল নিতম্ব। বন-গন্ধী। কোমর-ছাপানাে চুল। কালাে রঙ মেয়েটির।
অন্যজন পাশ ফিরে আছে। ধবধবে ফর্সা সে। বাদামী চুল। পরিপূর্ণ পাকা সিঁদুরে আমের মতন দুটি বুক। জল-ভেজা। কমলা রঙা আলাে পড়ে, কোন অচিন দেশের অদেখা পাখি বলে ভ্রম হচ্ছে। একটি সবুজরঙা গামছা দিয়ে দু’হাত তুলে সে ভিজে চুল ঝাড়ছে।……