গল্পসমগ্র – সৈয়দ মুস্তাফা সিরাজ

›› গল্পের অংশ বিশেষ  

(প্রথম খণ্ড)

অঘ্রানে অন্নের ঘ্রাণ

……আর ধনহরি মােডল বাঁ হাতে তার কাধ ধরে টানে। বলে, কাছে বসে খা। কাছে বসে খা!
সেই টানে কৃতজ্ঞ মেয়েটা ধনহরি মােড়লের থলথলে গতরের সঙ্গে সেঁটে যায়। মােড়লের সেই হাতটা তার কাধ পেরিয়ে বুকের দিকে নামতে থাকে। | মোড়ল ঢোক গিলে বলতে থাকে, লজ্জা করিস না। খা। যত মন চায়, খা।
তার বুকের মাংসের ডেলায় পড়ে মােড়লের থ্যাবড়া হাতের মােটা আঙুল গুলাে। মােড়ল ফের বলে, লজ্জা করিস না। খা—যত মন চায়।
চিরুনী একবার ভাবে, সরে বসবে-আবার ভাবে, মােড়লবুডাের মুড়ি আর গুড়টা ছেড়ে যাওয়া ঠিক হবে না। তবু তার মুখে লালচে ছটা ফোটে। লজ্জা-দ্বিধা-শঙ্কা তার বুকের ভেতরটা কাপায়। সে সরে বসে না। বাধা দিতে পারে না। যতক্ষণ খাদ্যটা না ফুরােয়, ধনহরি তার শরীর নিয়ে খেলে। তারপর সে ফুলে। চোখদুটো ও পুরু ভুরু নাচিয়ে বলে, বেশ ডাগর হয়েছিস সাবিত্তিরি! আমি বুড়াে না হলে তােকে স্যাঙা করে পালিয়ে যেতাম।…..

….ধনহরি তার হাত ধরে কাছে টেনে ফিসফিস করে ফের বলে, আয়। শুই! সে চিরুনীর বুকের মাংসে ফের হাত ঢােকাতে চেষ্টা করে। এবার চিরুনী | ছটফট করে বলে, না।…….

(দ্বিতীয় খণ্ড)

বৃষ্টিতে দাবানল

……এই সল্লার বয়স বত্রিশ-পঁয়ত্রিশের মধ্যে। বােগা গড়ন। স্তনদুটো চিমসে। ময়লা রং। খসখসে চামড়া। সব ঋতুতেই ঘামাচি হয়। ঘুটে হাতে আনবাড়ি আগুন আনতে গিয়ে সেই ঘুটে দিয়ে গা চুলকায়। বুক সম্পর্কে প্রচলিত লজ্জা তার নেই। কিন্তু তার মুখখানি সুন্দর। সরু নাক, চেরা চোখ পিঙ্গলবর্ণ, কপাল চওড়া বা ঢিপ, কপালী, ঘন কালাে চুল আছে মাথায়।……..

One thought on “গল্পসমগ্র – সৈয়দ মুস্তাফা সিরাজ

  1. বইটিতে খুব বেশি ভাল গল্প নেই।

Leave a Reply