ক্রিস্টিনা কিংবা জুলিয়া – স্বপ্নময় চক্রবর্তী

›› গল্পের অংশ বিশেষ  

….সার্ফিং করতে করতে পরপর কিছু স্থানীয় চ্যানেল ফুটে উঠছিল স্ক্রিনে। হঠাৎ একটা চ্যানেলে ক্রিস্টিনাকে দেখল। ওখানেই স্থির হল অশোক। ক্রিস্টিনা! নাকি ক্রিস্টিনার মতো? এরকম কেন! চুম্বন উড়িয়ে দিয়ে বলছে ‘হাই, ইট ইজ জুলিয়া। গ্ল্যাব ববস্লেড …।’ ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে দিচ্ছে বারবার। চুমু উড়িয়ে দিচ্ছে। জার্মান ভাষায় বলছে ‘আমি জুলিয়া, দেখ কী সুন্দর আমার স্তন। তোমার জন্য অপেক্ষা করে আছি…।’ তারপরই স্ক্রিনে ফুটে উঠছে ফোন নম্বর।….
….অশোক চুপ করে থাকে। ওপার থেকে এবার গালাগাল শুনতে পায়। অশীল। বলছে কেন বার বার বিরক্ত করছ? অশোকের কার্ডের পয়সা ফুরিয়ে যাচ্ছে। অশোক ছেড়ে দেয় ফোন। ওর নেশার মতো হয়ে যায়। হোটেলে ফিরে এসে আবার ঐ চ্যানেলে স্থির হয়। নগ্ন সুন্দরীদের কয়েক ঝলক দেখায়, ওদের আহ্বান দেখায়, শরীরী বিভঙ্গ দেখায়। জুলিয়াকে ও দেখতে পায় আবার। জুলিয়া নয়, ক্রিস্টিনা। জুলিয়া আর ক্রিস্টিনা যমজ বোন হলে ভাল হত। জুলিয়ার এই সাজ, ক্রিস্টিনা কবি।….
.…এভাবেই সিগারেট ধরে ছিল ক্রিস্টিনা। সিডিটা কিনেই ফেলল ষোলো ইউরো দিয়ে। হোটেলে ওর ল্যাপটপে চালান। ও স্নান করছে, স্কিপিং করছে, ক্রিম মালিশ করছে, নাচছে, স্বমৈথুনও করছে। পরদিন বার্লিনে সকাল থেকে মেঘ। দমকা হাওয়া। ক্রিস্টিনার মেল পেল। বলছে ‘আজ সকাল থেকে দমকা হাওয়া।….