কেঁদুলির পাখিরা – কমলেশ রায়

›› গল্পের অংশ বিশেষ  

…….আর তখনই একটা কাণ্ড করে ফেলেছিল জুবেদা, ইচ্ছে করেই চরের দিকে গড়িয়ে গিয়েছিল, ‘মাধব, আমি পুইড়ে গেসি, আমারেই ট্যানে তেল। মাধব দু-হাত বাড়িয়ে ধরে ফেলেছিল জুবেদাকে।

জুবেদার বুকে তখন কাঁপন। সদ্য উঁচু হয়ে ওঠা বুকজোড়ায় চেপে ধরেছিল মাধবকে,  ‘আমারে এইরম বইয়ে যাক, নড়নচড়ন করস

‘ধ্যাৎ লােকে দেখলি কি হবে?

‘এখানে লােক কনে? চারদিকি ঝােপঝাড়। জুবেদার হাসি, বাতাস উড়িয়ে ফেলছিল নদীর দিকে।

শ্রাবন্তী মনযােগ দিয়ে শুনছিল। পারমিতা বলল, আমার সেই ছােট প্রেমিক আমার বুকে মুখ দিয়ে যে আনন্দ দিয়েছিল তা আজও ফুরিয়ে যায়নি দিদি।………..

Leave a Reply