ভাষান্তরঃ উৎপল ভট্টাচার্য
…….বাচ্চাটা কাঁদতে আরম্ভ করল এই সময় । ঈলীন তাড়াতাড়ি ওর নিটোল স্তনবৃন্ত শিশুর মুখে ধরিয়ে দিল। স্তন ভরা দুধ ওর। বাচ্চাটা নিশ্চিন্তে টানতে লাগল ; আর ঈলীনের চোখ বার বার জলে ভরে উঠতে লাগল। ডাক্তার এই সময় উপস্থিত।…
……….নেড মৃদু হেসে বিছানায় উঠে আসতেই ঈলীন নেমে দাড়াল। এ জন্যেই অপেক্ষা করছিল ও। নেড বিছানায় চিৎ হয়ে শুতেই ঈলীন স্লিপিং গাউনটা ছেড়ে স্বামীর বুকের ওপর সটান শুয়ে পড়ল।……..
…..দাড়ি কামাচ্ছে নেড ওর ঘরে। পেটিকোটের দড়িটা কোমরের সঙ্গে বাঁধতে বাঁধতে ঈলীন দরজা দিয়ে মুখ গলিয়ে কথা বলতে লাগল স্বামীর সঙ্গে। অনেক প্রশ্ন ওর মনে। ওর ইচ্ছে স্বামী দাড়ি কামাড়ে কামাতে জবাব দিক। খাবার তৈরী হচ্ছে। ঘাড় ঘুরিয়ে নেড দেখল স্ত্রীর দিকে। দুটি নিটোল স্তনের দিকে ওর দৃষ্টি আটকে গেল। ঈষৎ লজ্জা পেয়ে ঈলীন তাড়াতাড়ি জামাটা পরে ফেলল।
ঈলীনকে বুকের মধ্যে টেনে নিয়ে, ওর নরম, উষ্ণ, দুটি বুকের উত্তাপ নিতে নিতে সুদীর্ঘ চুম্বন করল নেড। তারপর বিদায় নিয়ে যে যার ঘরে চলে গেল।……