দুই নারী, হাতে তরবারি – সুনীল গঙ্গোপাধ্যায়

›› উপন্যাসের অংশ বিশেষ  

…….

॥ ৪ ॥

বত্তিচেল্লির আঁকা পূর্ণাঙ্গ ছবি

…….উষসীর গা থেকে কালাে চাদরটা খসে পড়ে গেল। প্রদীপের বুকের ভেতরটা ধক করে উঠল। এ কী দেখছে সে? উষসীর রাত পােশাকটা খুবই পাতলা, একেবারে সি-থ্রূ। দেখা যাচ্ছে তার সম্পূর্ণ শরীর। মর্মরের মতন গায়ের রং, সুগােল দুই স্তন, মসৃণ নিভাঁজ তলপেট, অর্ধলুপ্ত চাদের মন নাভি, দুই রঙোরু, আর ঊরুসন্ধিতে রােমের ‘গুচ্ছ। ঠিক যেন একটা ফুল, কালো রঙের। | এ কী মানবী না বত্তিচেল্লি বা টিশিয়ান কার যেন আঁকা একটা ছবি। বার্থ অব ভিনাস।

তেরাে বছরের বিবাহিত জীবন প্রদীপের, বিয়ের আগেও দুটি মেয়ের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছিল, তবু তার মনে হল, এই প্রথম সে কোনও পূর্ণাঙ্গ নারীকে দেখছে। এ শুধু শরীর নয়, সত্যিকারের শিল্প। ছবি, কিন্তু জীবন্ত। কালাে রঙের ফুলটিতে চুম্বক।  বড় জোর পনেরাে কি কুড়ি সেকেন্ড, তার পরই উষসী তার চাদরটা ‘তুলে নিয়ে গায়ে জড়াল।………

Please follow and like us:

Leave a Reply