লবঙ্গীর জঙ্গলে – বুদ্ধদেব গুহ

›› উপন্যাসের অংশ বিশেষ  

…..কৃতজ্ঞতা বােধ, প্রেমের বােধ কিছুই কি নেই? দুটি সুন্দর পায়ের মধুর মধ্যস্থলেই কি এদের সমস্ত বাঙময় ব্যক্তিত্ব নিভৃত নম্রতায় স্থির হয়ে থাকে? লজ্জা; লজ্জা; এ বড় লজ্জার।….

…..চন্দনী আমকে চিনতে পারল না। ঘরে এসে সেই খাটে বসল। দেখতে আরাে সুন্দরী হয়েছে ও। কোমরের কাছটা একটু ভারী। হয়েছে। মুখটা ভরেছে। কুমারীর কুমারীত্ব ঘুচলে কুমারী-সৌন্দর্য ছাপিয়ে যে এক ঢল নামে সেই ঢল নেমেছে ওর সারা অঙ্গে।….

…..বিড়িগড়ে কখনও সে জামা বা শায়া পরেনি। এখানে জামা, শায়া সব পরেছিল। কিন্তু স্তন-সন্ধির অনেকখানি যাতে দেখা যায়, যাতে নারী মাংস লােভীরা আকৃষ্ট হয় ওর নরম উজ্জ্বল কালাে সৌন্দর্যে তাই জামার অনেকখানি উৎসাহে উন্মুক্ত।…..

Please follow and like us:

Leave a Reply